রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

বিএনপির উদ্দেশ্য জনগণের সরকার প্রতিষ্ঠা করা: মিন্টু

বরিশাল প্রতিনিধি : / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:২৪ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করেছি, সেটা কিন্তু এখনো ছেড়ে দেয়নি। উদার গণতান্ত্রিক দল হিসেবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্ব পালন করতে যে ধরনের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ দল দরকার তা করা হচ্ছে।

শনিবার দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাথে মতবিনিময়ের পূর্বে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় আব্দুল আউয়াল মিন্টু বলেন, মানুষ যত সামাজিক হাতিয়ার প্রতিষ্ঠা করেছে। তার মধ্যে একটাই বড় আবিস্কার, সেটা হলো জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার। আমাদের আসল উদ্দেশ্য জনগণের সরকার প্রতিষ্ঠা করা, সেটা এখনো হয়নি।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রওনাকুল ইসলাম টিপু, হাসান মামুন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir