রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

ডিপিএলের প্রথম পাঁচ রাউন্ডের সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক: / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ২ মার্চ, ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ন

আগামী ৩ মার্চ শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ইতোমধ্যে টুর্নামেন্টের প্রথম পাঁচ রাউন্ডের সূচি ঘোষণা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। ডিপিএলের ২০২৪-২৫ মৌসুমের আসরে এবারো অংশ নিচ্ছে ১২টি দল।

এবারের অংশগ্রহণকারী ১২টি ক্লাব হলো- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লান, ধানমন্ডি স্পোর্টস ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, পারটেক্স স্পোর্টিং ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

৩ ও ৪ মার্চ অনুষ্ঠেয় প্রথম রাউন্ডের খেলায় আবাহনী অগ্রণী ব্যাংকের, মোহামেডান গুলশানের, প্রাইম ব্যাংক রূপগঞ্জ টাইগার্সের, শাইনপুকুর পারটেক্সের, ধানমন্ডি ব্রাদার্সের ও গাজী গ্রুপ লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হবে।

৫ তারিখ বিশ্রামের পর ৬ ও ৭ মার্চ দ্বিতীয় রাউন্ডের খেলায় আবাহনী গুলশানের, মোহামেডান রূপগঞ্জ টাইগার্সের, প্রাইম ব্যাংক পারটেক্সের, শাইনপুকুর ব্রাদার্সের, ধানমন্ডি লিজেন্ড অব রূপগঞ্জের এবং গাজী গ্রুপ অগ্রণী ব্যাংকের মুখোমুখি হবে।

৮ তারিখ কোনো খেলা নেই। ৯ ও ১০ মার্চ হবে তৃতীয় রাউন্ড। এতে আবাহনী ও রূপগঞ্জ, মোহামেডান ও পারটেক্স, প্রাইম ব্যাংক ও ব্রাদার্স, শাইনপুকুর ও লিজেন্ডস অব রূপগঞ্জ, ধানমন্ডি ও গাজী গ্রুপ এবং গুলশান ও অগ্রণী ব্যাংক পরস্পরের মোকাবেলা করবে।

১২ ও ১৩ মার্চ আবাহনী-পারটেক্স, মোহামেডান-ব্রাদার্স, প্রাইম ব্যাংক-লিজেন্ডস অব রূপগঞ্জ, শাইনপুকুর-গাজী গ্রুপ, ধানমন্ডি-অগ্রণী ব্যাংক এবং রূপগঞ্জ টাইগার্স-গুলশান ম্যাচ অনুষ্ঠিত হবে চতুর্থ রাউন্ডে।

১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে পঞ্চম রাউন্ডের খেলা। তাতে আবাহনী ব্রাদার্সের, মোহামেডান লিজেন্ডস অব রূপগঞ্জের, প্রাইম ব্যাংক গাজী গ্রুপের, শাইনপুকুর ধানমন্ডির, পারটেক্স গুলশানের ও রূপগঞ্জ টাইগার্স অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে মাঠে নামবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir