রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

১২ বছর পর হিল্লোল-নওশীনের বিয়ের ছবি প্রকাশ্যে

অনলাইন ডেস্ক: / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

১২ বছর আগে গোপনে বিয়ে করেছিলেন দুই তারকা অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও অভিনেত্রী নওশীন নাহরীন মৌ। পরে বিয়ের কথা স্বীকার করলেও বিয়ের দিনের কোনো ছবি প্রকাশ করেননি তারা।

শনিবার (১ মার্চ) ছিল তাদের বিবাহ বার্ষিকী। ওই দিনই বিয়ের সময় তোলা ছবি প্রকাশ করেছেন অভিনেতা হিল্লোল। এত বছর পরও বিয়ের ছবি প্রকাশে তাদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

বাংলা টিভি নাটকের জনপ্রিয় এই দুই তারকা বর্তমানে স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে।

ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে ছবি পোস্ট করে হিল্লোল লিখেছেন, ‘মৌ, ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা। আমাদের বিয়ের দিনের ছবি কোনোদিন শেয়ার করা হয়নি, আজকে করলাম। সত‍্যি কথা বলি, অফিশিয়াল ১২ বছর কোন দিকে চলে গেল, টেরই পেলাম না। সুস্থ থাকো, সুন্দর থাকো আর এ রকমই ছায়া হয়ে, আমার শক্তি হয়ে পাশে থাকো বাকিটা জীবন’।

একই দিনে পুরনো একটি ছবি দিয়ে বিয়েবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নওশীন। অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের একসঙ্গে যত ছবিই থাকুক না কেন, কোনো না কোনো কারণে আমার কাছে এটিই সবচেয়ে মূল্যবান এবং বেশি প্রিয়। ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা আমার স্বামী’।

নওশীন আরও লিখেছেন, ‘এই দিনে আমার কাছে না থেকে তুমি আবারও প্রমাণ করে দিলে যে, আমি সঠিক ছিলাম। তুমি সাধারণ কোনো মানুষ নও যে, বিশেষ দিনগুলো মনে রাখো। এমনকি তোমার যে এমন অন্য রকম ব্যক্তিত্ব, তা খুবই প্রিয় আমার। এই অসাধারণ তোমার সুন্দর মনের জন্য কৃতজ্ঞতা, যাকে আমার বাড়ি মনে করি, আমার শান্তিও’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir