চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর বাংলাদেশ জাতীয় দল এবার সাদা পোশাকে নামতে যাচ্ছে। আগামী এপ্রিল মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। শনিবার (৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
প্রসঙ্গত, ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি দুটি টেস্ট খেলার কথা ছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু সংক্ষিপ্ত সংস্করণের সিরিজই হয়েছিল। এবার স্থগিত হওয়া টেস্ট সিরিজটি মাঠে গড়াচ্ছে।
বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেখানে সিরিজ ১-১ সমতায় শেষ হয়। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স ছিল শান্ত-মিরাজদের।
এই সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে এপ্রিলের প্রথম সপ্তাহে, রোজার ঈদের পর।