রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

বরিশালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বরিশাল প্রতিনিধি : / ৪২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে অজ্ঞাত যানের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের চালক ও যাত্রী নিহত হয়েছে।  উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক থানার ওসি আমিরনুর রহমান জানিয়েছেন। নিহতরা হলেন ভ্যান যাত্রী আব্দুর রাজ্জাক (৪৭)। সে গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা।

অপরজন ভ্যান চালক কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে স্বপন খান (৬০) ।
গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে ভ্যানের চালক ও একজন যাত্রী মহাসড়কের মধ্যে পরে যায়।
স্থানীয়দের কাছে এ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত ওই দুইজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন।
গৌরনদী মহাসড়ক থানার ওসি মো. আমিনুর রহমান, কোন যানবাহন এ ঘটনা ঘটিয়েছে  কেউ বলতে পারেনা। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যানবাহনের সন্ধান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir