রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

নাজিরপুরে সাংবাদিক পুত্রসহ দুই স্কুলছাত্রকে অপহরণ, টাকা দিয়ে মুক্ত

পিরোজপুর প্রতিনিধি: / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন


পিরোজপুরের নাজিরপুরে এক সাংবাদিকের ছেলেসহ দুই স্কুলছাত্র অপহরণের শিকার হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে পিরোজপুরে যাওয়ার পথে তাদেরকে অপহরণ করা হয়। পরে রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা অপহরণের কথা জানিয়ে সাংবাদিকের কাছে মুঠোফোনে মুক্তিপণ দাবি করলে তিনি বিকাশে টাকা পাঠান। এরপর ভোররাতে ওই দুই কিশোর বাড়ি ফিরে আসে।

এদিকে পুলিশ দাবি করছে, তারা অভিযান চালিয়ে ওই দুই স্কুলছাত্রকে উদ্ধার করেছে। তবে অভিযানের বিস্তারিত জানাতে অপারগতা জানিয়েছে তারা।

অপহরণের শিকার ছাত্ররা হলো উৎসব মণ্ডল (১৫) ও সাজ্জাদ শেখ (১৬)। উৎসব উপজেলার সিরাজুল হক সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং সাজ্জাদ শেখ শহীদ জিয়া কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। উৎসব পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার স্কুলশিক্ষক ও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি উথান মণ্ডলের ছেলে।

সাংবাদিক উথান মণ্ডল বলেন, ‘গতকাল বুধবার সন্ধ্যায় আমার ছেলে ও সাজ্জাদ মোটরসাইকেলযোগে পিরোজপুরে যাওয়ার পথে তাদেরকে অপহরণ করা হয়। রাত সাড়ে ১০টার দিকে আমার মোবাইলে কল দিয়ে অপহরণের কথা বলে আমার কাছে মুক্তিপণ দাবি করে। আমি রাত তিনটার দিকে একটি বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠাই। টাকা পাঠানোর পরে আমার ছেলে ও তার বন্ধুকে ভোররাত সাড়ে পাঁচটার দিকে নাজিরপুর ব্রিজের কাছে ছেড়ে দেয় অপহরণকারীরা।’

উথান মণ্ডল বলেন, ‘আমি আমার ছেলের অপহরণকারীদের দ্রুত আটকের দাবি করছি। আমি আমার পরিবার নিয়ে আতঙ্কে আছি।’

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘আমরা গতকাল রাতে অপহরণের এ খবর পাওয়ার পর থেকে দুই স্কুলছাত্রকে উদ্ধারের জন্য জেলা ডিবি পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করি। পরে ওই দুই কিশোরকে উদ্ধার করি আমরা। এ বিষয়ে তদন্ত চলমান। আমরা অপহরণকারীদের আটকের চেষ্টা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir