নোয়াখালীর সোনাইমুড়ীতে উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যেগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত বক্তব্যে মধ্যে দিয়ে উপজেলা ও পৌরসভা জামায়াত ও তাদে অংগ্ঙ সংগঠন শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।
এসময় তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়, এছাড়াও বিক্ষোভকারীরা জুলাই আন্দোলনে গনহত্যা এবং গুম খুনের বিচারের দাবী করে শেখ হাসিনা ও সংশ্লিষ্টদের ফাঁসি দাবী জানান। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস মোড় চত্বরে সমাবেশ করে, এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর হানিফ মোল্লা, সেক্রেটারি আবদুল্লাহ বাকের ও পৌরসভা জামায়াতের আমীর আব্দুল মতিন প্রমুখ।