রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

পটুয়াখালীতে কোস্টগার্ড- মৎস্য অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক: / ২৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন



পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৭০ হাজার ৪৫০ কেজি জাটকা জব্দ।

শনিবার ( ২১ জুন ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ২১ জুন মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কুয়াকাটা হতে ঢাকাগামী সন্দেহজনক ডলফিন, সেভেন ডিলাক্স ও মিজান পরিবহন নামক ৩ টি বাস তল্লাশি করে প্রায় ১ কোটি ৪০ লক্ষ ৫৭ হাজার টাকা মূল্যের ৪০ হাজার ৪৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। অবৈধ জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত বাস চালকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে একই দিন ভোর ৬ টায় পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১ কোটি ৫ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir