নাটোরের সিংড়ায় উপজেলায় কোন প্রতিবন্ধী হুইল চেয়ার ছাড়া থাকবে না বলে ঘোষণা দিয়েছেন সিংড়ার ইউএনও মাজহারুল ইসলাম। শনিবার বিকেল ৫ টায় ফেইসবুকে ক্ষুদে বার্তার মাধ্যমে খবর পাওয়া দুই পা হারানো ৮০ বছরের বৃদ্ধ শাহাদত হোসেন কে হুইল চেয়ার প্রদানের সময় তিনি এই ঘোষণা দেন। বৃদ্ধ শাহাদত হোসেন পৌর শহরের মাদারীপুর মহল্লার বাসিন্দা। প্রায় ৩০ বছর আগে অসুস্থ্য হয়ে তিনি দুই পা হারান বলে তার পরিবার সূত্রে জানা গেছে। এর পর থেকেই হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতেন। সম্প্রতি ওই বৃদ্ধের চলাফেরার জন্য একটি হুইল চেয়ার প্রয়োজন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেন সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক সাহা। পরে বিষয়টি ইউএনও এর নজরে আসে।
এসময় উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের আরো ২০ জন শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
ইউএনও মাজহারুল ইসলাম গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, যাদের হুইল চেয়ার দরকার তথ্য পেলেই ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী ৬ মাসের মধ্যে উপজেলায় আর কোন প্রতিবন্ধীর হুইল চেয়ারের অভাব থাকবে না বলে জানান তিনি।
উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের অনুকূলে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র বরাদ্দকৃত অর্থে উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে।