সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে শিশু কন্যাকে হত্যার পর বস্তাবন্দী করে পালাল সৎমা শিগগিরই ‘শক্তিশালী আন্দোলন’ শুরু হবে: নাহিদ টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা পুরান ঢাকায় সোহাগ হত্যা; আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: আনসার ডিজি আবারও সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান শুরু হতে পারে:স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে অভিযান চলবে-জেলা প্রশাসক নুসরাত সুলতানা  টাঙ্গাইলে ঘাটাইলের জোরদিগিতে মসজিদের নামে জমি দান করায় দানকারীর বিরুদ্ধে ৬টি মিথ্যা মামলা  বিএনপির বিরুদ্ধে  ষড়যন্ত্রের প্রতিবাদে  কাজিপুরে বিক্ষোভ মিশিল  

যে কারণে মাদকাসক্তদের ভিডিও দেখতেন এই অভিনেত্রী

অনলাইন ডেস্ক: / ২৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ২২ জুন, ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
-সিডনি সুইনি

সিডনি সুইনি, জনপ্রিয় মার্কিন অভিনেত্রী। গত ১৩ জুন তার অভিনীত নতুন সিনেমা ‘ইকো ভ্যালি’ মুক্তি পেয়েছে। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে মুক্তি পায়।

চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সিডনি সুইনি। এতে ‘ইকো ভ্যালি’ সিনেমায় নিজের অভিনীত চরিত্রটির প্রস্তুতি নিয়ে কথা বলেছেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী।

সিডনি সুইনি বলেন, “আমি অনেক ভিডিও দেখেছি। এক ব্যক্তি আসক্তদের নিয়ে একটি সাক্ষাৎকারভিত্তিক সিরিজ করেন। সেখানে মাদকাসক্তরা যেসব অভিজ্ঞতা ভাগাভাগি করতেন, সেগুলো থেকে আমি প্রেরণা নিয়েছি।”

মাইকেল পিয়ার্সের সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমাটিতে ক্লেয়ার চরিত্রে অভিনয় করেছেন সিডনি সুইনি। গল্পের ক্লেয়ার এক উগ্র, হেরোইন-আসক্ত তরুণী, একের পর এক ভুল সিদ্ধান্তে ভয়ানক এক সংকটে জড়িয়ে পড়েন ক্লেয়ার। মাদকাসক্তি ও মানসিক ভাঙনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে একদিন রক্তাক্ত অবস্থায় তার মায়ের (জুলিয়ান মুর) প্রত্যন্ত খামারবাড়িতে হাজির হন ক্লেয়ার। দম বন্ধ করা আবহে শুরু হয় মা-মেয়ের সম্পর্কের নতুন এক অধ্যায়। অতীতের গোপন সত্য উন্মোচিত হতে হতে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হন তারা।

‘ইউফোরিয়া’ অভিনেত্রী সিডনি সুইনিকে পর্দায় আবেদনময়ী হিসেবে দেখেই অভ্যস্ত দর্শক। সেখান থেকে এ রকম একটি চরিত্র তার জন্যও ছিল বড় চ্যালেঞ্জ। তবে সিডনি জানান, জুলিয়ান মুরের মতো অভিনেত্রীকে পাশে পাওয়ায় তার কাজটা অনেক সহজ হয়ে গেছে।

তার ভাষ্যে, “জুলিয়ান অসাধারণ একজন অভিনেত্রী। তার আবেগী সান্নিধ্য খুব নিরাপদ মনে হয়। ফলে আমি গভীর আবেগের জায়গাগুলোয় খুব স্বাচ্ছন্দে অভিনয় করে যেতে পেরেছি।”

ক্লেয়ার চরিত্রটিকে বলা যায়, কাঁচা আবেগ দিয়ে তৈরি। যখন-তখন তিনি ভেঙে পড়েন। আবার বাইরে থেকে খুবই কঠিন। এ ধরনের মানসিকতার ব্যক্তিরা ঠিক কেমন হয়, বোঝার জন্য ইউটিউবে বাস্তব মাদকাসক্তদের গল্প খুঁজেছেন সুইনি।

তবে অভিনেত্রী জানান, চরিত্রের প্রস্তুতি একেক সময় একেক রকম হয়। সব সময়ই পরিকল্পনা করে অভিনয় করেন না তিনি। হাসতে হাসতে বলেন, “অনেক সময় আমি কিছুই ঠিক করে রাখি না। এমনকি ভাবতেও চাই না। তখন নিজেকে নির্মাতার হাতে সঁপে দিই।”

সিনেমাটিতে অভিনয়কে নিজের ক্যারিয়ারের বড় ঘটনা হিসেবেই দেখছেন সিডনি। কারণটাও শোনালেন, “থ্রিলারের মোড়কে এটা আসলে পরিবারের গল্প। এ ধরনের গল্প নিয়ে এখন বেশি কাজ হয় না। এটা আমাকে পুরোনো দিনের চলচ্চিত্রগুলোর কথা মনে করিয়ে দেয়, যেখানে এক নারীকেন্দ্রিক গল্প থাকে—একজন সাধারণ নারী, যে অসাধারণ কিছু করে ফেলে। আমি কৃতজ্ঞ যে এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি।”

সাবেক বক্সার ক্রিস্টি মার্টিনের জীবন অবলম্বনে নির্মিতব্য সিনেমার প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত সিডনি। অভিনেত্রী জানান, চরিত্রটির জন্য তাকে ৩০ পাউন্ড ওজন বাড়াতে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir