
সিরাজগঞ্জে নানা আয়োজনে হেলেন কেলার দিবস ২০২৫ পালিত হয়েছে । ২২ শে জুন ২০২৫ রবিবার কামার খন্দ পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে শিখবো সবাই (TO-45) প্রকল্পের আওতায় প্রকল্প অফিসে এ দিবস উপলক্ষে চিত্রা অংকন র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আক্কাছ আলী। সভায় হেলেন কেলারের জিবনী নিয়ে ও তার বনার্ড কর্ম ময় জীবনীতে মারাক্ত প্রতিবন্ধকতা থাকা সত্তেও বিভিন্ন ক্ষেত্রে আসামান্য অবদান তুলে ধরে বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার গোপাল চন্দ্র শীল। উল্লেখ্য যে, কামারখন্দ পল্লী(কেপিইউএস) সিরাজগঞ্জে আগষ্ট, ২০২২ থেকে সিরাজগঞ্জ সদর উপজেলায় সেন্স ইন্টারন্যাশনাল এর আর্থিক ও সিডিডিএর কারীগড়ি সহায়তায় Strengthening systems for the enrollment, retention and support of children with disabilities at primary level of mainstream education in Bangladesh (DID-TO-45) শিখবো সবাই প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো প্রতিবন্ধী শিশুদের বাড়ি ভিত্তিক প্রয়েজনীয় স্বাস্থ্য সেবা ও প্রাক বিদ্যালয় শিক্ষা -দিয়ে শিক্ষার মূলধারায় যুক্ত করা। অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী প্রতিবন্ধীতার ধরণ, কারণ ও প্রতিকার এবং প্রতিবন্ধী শিশুদের অধিকার, বিভিন্ন প্রকার বাড়ি ভিত্তিক সেবা প্রদানের পদ্ধতি, শিশু সুরক্ষা, বিভিন্ন প্রকার থেরাপির সহ বিভিন্ন ধরনে সেবা প্রদান করে আচ্ছে,এরই ধারাবাহিকতায় হেলেন কেলার দিবস পালন করা হয়,উক্ত আলোচনা সভা শেষে চিত্র অংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থেরাপিস্ট আরিফুল ইসলাম, মনিটরিং অফিসার কেএম নাজমুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেডর সাইফুল ইসলাম, রুহুল আমিন, জহরুল ইসলাম, বানু আক্তার ও ওপিডি কেয়ারগিভার সদস্যগণ ।