রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

সিরাজগঞ্জে চালককে হত্যা করে মিশুক ছিনতাই, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক: / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১০:০২ অপরাহ্ন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চালককে হত্যা করে ব্যাটারী চালিত মিশুক ছিনতাইয়ের মামলায় এক নারীসহ ৪জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ছিনতাই হওয়া মিশুকটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলো, বেলকুচি উপজেলার বিশ্বাসবাড়ি এলাকার ফজল মন্ডলের ছেলে তুহিন মন্ডল (৪০), একই এলাকার লালচান মন্ডলের মেয়ে হালিমা খাতুন (৪০), সাইদুল ইসলামের ছেলে শাহাদত সরকার (২৬) ও ইউনুস আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৬)।

নিহত ইসলাম প্রামানিক (২৪) বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিশ্বাসবাড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে।

সিরাজগঞ্জ ডিবির ওসি একরামুল হোসাইন জানান, ১৯ জুন রাতে ইসলাম প্রামানিককে কুপিয়ে হত্যা করে তার মিশুকটি ছিনতাই করা হয়। ২০ জুন সকালে পাশের কামারখন্দ উপজেলার বলরামপুর এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা দায়ের করেন। সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি টিম অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় ২জন এবং মঙ্গলবার (২৪ জুন) ভোরে ২জনকে গ্রেপ্তার এবং তাদের দেওয়া তথ্যমতে ছিনতাই হওয়া মিশুকটি উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে হাজির করা হয়। সেখানে তারা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার বাপ্পি তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়।

জবানবন্দির বরাত দিয়ে ওসি আরো বলেন, অভিযুক্তদের মধ্যে তুহিন মন্ডল নিহতের চাচা এবং হালিমা খাতুন পরকীয়া প্রেমিকা। আর বাকি দুইজন নিহতের বন্ধু। অভিযুক্তরা এক সাথে জুয়ার বোর্ডে সুদে টাকা লাগাতো। নিহত ইসলাম অভিযুক্তদের কাছ থেকে জুয়ার বোর্ডে লাগানোর জন্য টাকা ধার নিয়েছিল। পাওয়া টাকা চাওয়া নিয়ে উভয়ের মধ্যে দ্বন্ধ শুরু হয়। এরপর তারা ইসলামকে হত্যা করে মিশুক ছিনতাইয়ের পরিকল্পনা করে। এ অবস্থায় ১৯ জুন রাতে হালিমা খাতুন বাদে বাকি ৩জন ইসলামকে কুপিয়ে হত্যা করে মিশুকটি ছিনতাই করে। এরপর তারা মিশুকটি বিক্রি নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir