রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

রায়গঞ্জে মহাসড়কে ডিভাইডার ও পার্শ্ব রাস্তা খুলে দেয়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: / ২২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ২৫ জুন, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ অফিসের সামনে মহাসড়ক ও আন্ডারপসের মাঝে ডিভাইডার স্থাপন ও পার্শ্ব রাস্তা খুলে দেয়ার দাবিতে দেড় ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী।


বুধবার (২৫ জুন) পল্লী বিদুৎ অফিসের সামনে সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করেন তারা। এতে মহাসড়কের উভয় পার্শ্বে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এই যানজট নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির তৎক্ষনাৎ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং মানববন্ধনে অংশ গ্রহণকারীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।


মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি সুশান্ত কুমার তালুকদার, পল্লী চিকিৎসক জাকারিয়া হোসেন, ইউপি সদস্য আনিসুর রহমান, শিক্ষক লোকমান হোসেন সহ আরো অেেনকে।

বক্তারা অভিযোগ করেন, রাস্তার এমন অবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করলেও তারা কোনো কর্ণপাত করেনি। স্থানীয়রা পাশ্ববর্তী রাস্তা খুলে দেয়া ও রোড ডিভাইডার স্থাপনের দাবি জানান। দাবি আদায়ে প্রশাসন দ্রæত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের কথাও জানান তারা। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir