চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আজ। এবারের এইচএসসি পরীক্ষায় কাজিপুর উপজেলার মোট ৩হাজার ৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ২৬০৯ জন ।
এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি- বিএম/ভোকেশনাল শাখায় ৪৩৩জন। কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায় , কাজিপুরে এ বছর মোট ৮ টি কেন্দ্রে ৩০৪২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।এর মধ্যে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে ৮৯০ জন , কাজিপুর সরকারি কলেজে ২১৭ জন,কাজিপুর থানা সদর কলেজে ৬২৬ জন,নাটুয়াপাড়া ডিগ্রি কলেজে ৩৩১ জন,আলহাজ্ব ফোরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে (কেন্দ্র চরগিরিস ইউনিয়ন শহিদ এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয়) ৫৬৩ জন।৫ টি কেন্দ্রে অনুপস্থিতি ৫০ জন। উপজেলার কারিগরি পর্যায়ে তিনটি কেন্দ্র রয়েছে। কাজিপুর থানা সদর বিএম কলেজে ৩১৮ জন,মুক্তিযোদ্ধা কারিগরী কলেজে ১১৫জন,শহীদ এম মনসুর আলী কারিগরী ও বানিজ্যিক কলেজে ১৩১ জন শিক্ষার্থী অংশ নেয়।তিনটি কেন্দ্রে অনুপস্থিতি ১০ জন।এদিকে পরীক্ষা সুষ্ঠু করার লক্ষ্যে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরীক্ষা কমিটির সভাপতি দেওয়ান আকরামুল হক।
এসময় ইউএনও দেওয়ান আকরামুল হক বলেন, এবারের এইচএসসি পরীক্ষা সম্পূর্ণ নকল মুক্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে থাকবে অতিরিক্ত আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং সার্বিক ব্যবস্থা। সরকারি প্রজ্ঞাপন ও জেলা প্রশাসনের দিক নির্দেশনা অনুযায়ী পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন এবং কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারসহ
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের পরীক্ষা কেন্দ্র সচিব অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম বলেন, করোনা সচেতনতায় এ বছর
এইচএসসি- পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয়েছে। অভিভাবকদের কেন্দ্রের সামনে বা গেটের সামনে ভীড় না করতে পরামর্শ দেন ।তিনি আরও জানান, আজকে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে , আশা করছি আগামী পরীক্ষাগুলো সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে পারবো।প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।