রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

নাটোরে ১২ বছরের শিশু শ্রমিকের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৫:০৭ অপরাহ্ন

নাটোর শহরের আলাইপুর এলাকার একটি ফার্নিচার কারখানা থেকে ইয়াসিন (১২) নামে এক শিশু শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহ¯পতিবার (৩ জুলাই) বেলা ১২টার দিকে গ্যালারির পাশে সুপার ফার্নিচার নামক কারখানার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মনজু মিয়ার ছেলে। কারখানাটিতে হেলপার হিসেবে কর্মরত ছিল সে। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি করছিলো ইয়াসিন। তবে বাড়িতে ফোন দিলেও কেউ রিসিভ করছিল না।সকালে কারখানার অন্যান্য কর্মীরা কাজে গেলেও ইয়াসিন কাজে যায়নি। পরে সহকর্মীরা এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন।
নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, “ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir