শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

শেরপুরে মহিপুর কাদেরিয়া ইসলামিক মিশন দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন


বগুড়ার শেরপুরে মহিপুর কাদেরিয়া ইসলামিক মিশন দাখিল মাদ্রাসায় লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই ) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ মোকছেদ ফারুক। এ সময় তিনি বলেন, পরিবেশ রক্ষা ও সবুজায়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এমন বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আবু তালেব মিন্টু, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল কাদের, মাদ্রাসার সুপার ও সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুস ছাত্তার প্রামাণিক নার্সারির মালিক রফিকুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir