রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

ডেমরায় গণধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ীতে সংঘটিত গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি কাজী ফয়সাল আহমেদ মিথুনকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় ডেমরা থানার শাহজালাল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার(৭ জুলাই) দুপুরে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গত ১০ জুন রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া মাতুয়াইল নিউ মার্কেট এলাকায় ভিকটিম (২৯) তার দ্বিতীয় ডিভোর্সী স্বামী মো. প্রিন্স খাঁনকে (৩২) দুটি সিম কার্ড ফেরত দিতে যান। সেখানে গিয়ে তিনি তার প্রথম ডিভোর্সী স্বামী মো. স্বপন ওরফে হেদুকে (৪২) দেখতে পান। পরবর্তীতে রাত ৯টার দিকে মো. স্বপন ভিকটিম ও প্রিন্স খাঁনকে নিয়ে নিউ মার্কেট সংলগ্ন মান্নান স্কুলের কাছে একটি ক্লাবে যান। সেখানে আসামি মো. বোরহান উদ্দিন (৩৮) ও অন্যান্য আসামিরা প্রিন্স খাঁনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় ভিকটিমের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকাও কেড়ে নেওয়া হয়।

রাত ১২টার দিকে প্রিন্স খাঁন ক্লাব থেকে বেরিয়ে যান। এরপর ১১ জুন রাত আনুমানিক ২টার দিকে আসামিরা ভিকটিমকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে করে নিয়ে যান। মোটরসাইকেলে ভিকটিমকে মাঝে বসিয়ে চালকসহ পেছনে বসেন আসামি কাজী ফয়সাল মিথুন। তারা যাত্রাবাড়ীর কোনাপাড়া মিনি কক্সবাজার এলাকার বালুর মাঠের পাশে একটি কাঁশবনে পৌঁছালে মিথুন ভিকটিমের মুখ চেপে ধরে জোরপূর্বক কাঁশবনে নিয়ে যান এবং সেখানে মিথুনসহ অন্যান্য আসামিরা পালাক্রমে ধর্ষণ করেন।

এই ঘটনায় ভিকটিমের বাবা যাত্রাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১০ এর সহায়তা চেয়ে একটি অধিযাচনপত্র দেন। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডেমরার শাহজালাল রোড এলাকায় অভিযান চালিয়ে আসামি মিথুনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিথুনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

উল্লেখ্য, এর আগের দিন (৪ জুলাই) একই মামলার আরেক এজাহারনামীয় আসামি মো. বোরহান উদ্দিনকেও গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir