শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

সোশ্যাল মিডিয়ায় পাতা ‘লাভের ফাঁদে’ ২.১৫ কোটি রুপি গায়েব ব্যবসায়ীর

অনলাইন ডেস্ক: / ২১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
- সংগৃহীত ছবি

হোয়াটসঅ্যাপ ও ভুয়া অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতে সংঘটিত একটি সাইবার প্রতারণার ঘটনায় দুই ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন। বেঙ্গালুরুর ওই দুই ব্যক্তি মাত্র কয়েক মাসেই প্রায় ২.১৫ কোটি রুপি হারিয়েছেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রতারণার এই পুরো চক্রটি পরিচালিত হয়েছে সামাজিকমাধ্যম এবং দেখতে বাস্তব শেয়ারবাজার ড্যাশবোর্ডের মতো ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে।

প্রথম ঘটনায়, ৪৮ বছর বয়সী ব্যবসায়ী রেড্ডি ফেসবুকে ‘আশমিতা তিওয়ারি’ নামের এক নারীর সঙ্গে পরিচিত হন, যিনি নিজেকে মুম্বাইয়ের বার্কলেজ ইনভেস্টমেন্ট ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দেন। তিনি রেড্ডিকে একটি বিনিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করতে বলেন এবং ‘ক্যাটালিস্ট কাস্টমার সার্ভিস’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেন।

সেই গ্রুপে প্রায়ই বিনিয়োগে লাভের স্ক্রিনশট ও বাজার পরামর্শ শেয়ার করা হতো। এতে প্রভাবিত হয়ে রেড্ডি তিন মাসে বিভিন্ন অ্যাকাউন্টে মোট ১.৫৪ কোটি রুপি পাঠিয়ে দেন। কিন্তু টাকা ফেরত তুলতে গেলে দেখা যায়, তাকে ব্লক করে দেওয়া হয়েছে।

একই ধরনের আরেক প্রতারণার শিকার হন বিজয়নগরের ৩০ বছর বয়সী প্রকৌশলী রনদীপ এস। তিনি ‘ইন্ডিয়া স্টক হাব১২’ নামের এক হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন।

প্রথমে ৩.৫ লাখ রুপি বিনিয়োগ করে ৯০ হাজার রুপি ফেরত পান—যা ছিল প্রতারকদের বিশ্বাস অর্জনের কৌশল। পরে দুই মাসে মোট ৬১.৩ লাখ রুপি বিনিয়োগ করে তিনিও প্রতারিত হন।

সাইবার জালিয়াতির এমন পদ্ধতিগুলো দিনে দিনে আরও বাস্তব ও বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। তাই বিশেষজ্ঞরা অনলাইনে যেকোনো ধরনের বিনিয়োগে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir