রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

সলঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে কাটা মুরগি বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: / ২০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সলঙ্গা হাটে খোলা বাজারে কাটা মুরগির বিক্রির অভিযোগ উঠেছে বিক্রেতার বিরুদ্ধে।


সোমবার দুপুরে উপজেলার সলঙ্গা হাটের কদমতলা কাঁচা বাজারে কেনা-বেচা এদৃশ্য দেখা যায়।

ভোক্তাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী অসুস্থ বা মৃত মুরগি কম দামে কিনে তা বাজারে সচল মুরগির মতো বিক্রি করছে। এতে সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।


সলঙ্গা নইপাড়া গ্রামের রজব আলী শেখ ও স্থানীয়দের দাবি, বিষয়টি প্রশাসনের নজরে এনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি বাজারগুলোতে নিয়মিত স্বাস্থ্য পরিদর্শন ও নজরদারি জোরদার করার আহ্বান জানান সচেতন মহল।

সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষাক সজল কুমার দাশ বলেন, সলঙ্গা হাটে সোমাবার ও বৃহস্পতিবার অস্বাস্থ্যকর পরিবেশে কাটা মুরগি বিক্রি করা দেখি এটা। এই মুরগি কোথা থেকে কি ভাবে আসে কেউ জানে না কোন পরিবেশে জবাই করা হয়।

আমার মনে হয় এই মুরগির মাংস খেলে স্বাস্থ্য ঝুকি থাকবে। এই বাজারে নিয়মিত স্বাস্থ্য পরিদর্শন ও নজরদারি করা দরকার।


সলঙ্গা হাট বাজার কমিটির সদস্য আইয়ুব আলী বলেন, আমরা সব সময় চেষ্টা করি হাটে স্বাস্থ্যবিধি বজায় রাখতে। তবে কিছু অসাধু ব্যবসায়ী নিয়ম না মানায় মাঝে মাঝে সমস্যা তৈরি হয়। খোঁজ নিয়ে ব্যবস্তা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir