শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত

কক্সবাজার প্রতিনিধি : / ৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১:২১ অপরাহ্ন
-ভারী বর্ষণে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে টানা ভারী বর্ষণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাহাড় ধস ও জলাবদ্ধতায় অন্তত ৮০০ ঝুপড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এতে প্রায় ৩ হাজার রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছেন।

অভ্যন্তরীণ সূত্র জানায়, টানা বর্ষণে ক্যাম্পগুলোর বিভিন্ন ব্লকে পানি ঢুকে পড়ে। ২২ নম্বর উনচিপ্রাং ক্যাম্পসহ বেশ কিছু স্থানে পাহাড় ধসের ঘটনায় ঘরবাড়ি মাটিচাপা পড়ে। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

রোহিঙ্গা নেতা মো. রফিক জানান, ‘সপ্তাহজুড়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ক্যাম্পে পানি জমে গেছে। পানি সরে না যাওয়ায় অনেক পরিবার এখনো পানিবন্দি অবস্থায় আছে।’

স্থানীয় প্রশাসন জানায়, দুর্গত এলাকা থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শতাধিক পরিবারকে লার্নিং সেন্টার ও অন্যান্য নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে শুকনো খাবার ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ চলছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এখনো কোনো হতাহতের খবর নেই। পরিস্থিতি নজরদারিতে রয়েছে।’

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান,’বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir