শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে ৯জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৩:১৫ অপরাহ্ন



রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলো,শেখ মঞ্জুর বারী(৫৫), উজ্জ্বল শীল(২৫),সাইফুল (৩০), রাসেল(২৩),
নাসির (২৫), শাওন(৩৩),সাব্বির(১৮),
আল আমিন (১৮) ও আতিক (২৭)।


বৃহস্পতিবার (১০ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

মেহেদী হাসান বলেন,বুধবার (৯ জুলাই ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এদের মধ্যে দূস্যতার চেষ্টায় মামলায় ৩ জন, প্রতারণা মামলায় ১ জন, নারী নির্যাতন মামলায় ১ জন, ডিএমপি ভুক্ত ৩ জন।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ টি স্টিলের চাকু,১ টি সামুরাই, ২ টি স্মার্ট মোবাইল ফোন সহ নগদ ৩০৬০ টাকা উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir