শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

আইপিএলে টিকিট দুর্নীতি, হায়দরাবাদ ক্রিকেটের সভাপতি গ্রেফতার

অনলাইন ডেস্ক: / ১২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন

ভারতের হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতি জগন মোহন রাওকে গ্রেফতার করেছে দেশটির সিআইডি। আইপিএলের শেষ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের টিকিট বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগেই এই পদক্ষেপ।

আইপিএল চলাকালে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্সের হোম ম্যাচের টিকিট বিতরণে স্বচ্ছতা ছিল না বলে অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে সিআইডি জানতে পারে যে, ক্ষমতার অপব্যবহার করেছেন প্রেসিডেন্ট জগন মোহন রাও। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিই সরাসরি অভিযোগ তোলে এইচসিএর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে তাদের ভয় দেখানো ও ব্ল্যাকমেইল করা হয়েছে। এমনকি ২৭ মার্চ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচের আগে দলটির মালিক সঞ্জীব গোয়েঙ্কার জন্য বরাদ্দ করা এফথ্রি কর্পোরেট বক্স তালাবদ্ধ করে দেওয়া হয়।

ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি করে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ দেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তদন্তে স্পষ্ট হয় যে, এইচসিএ সভাপতি জগনের আচরণ পদের অপব্যবহারের শামিল এবং তার হস্তক্ষেপে ফ্র্যাঞ্চাইজির স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই কেলেঙ্কারির পেছনে কেবল ক্ষমতার অপব্যবহার নয়, বোর্ড ও ফ্র্যাঞ্চাইজির পারস্পরিক টানাপোড়েনও বড় কারণ হয়ে দাঁড়ায়। ফলে আইপিএলের মতো মঞ্চে আবারও দুর্নীতির কালো ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir