রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

বনপাড়া পৌরসভায় সেরা করদাতাদের সম্মাননা প্রদান

নাসিম নাটোর প্রতিনিধি : / ১৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৬:৩১ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাটোর জজ কোর্টের পিপি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও নাটোর-৪ আসনে জামায়াত মনোনিত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিনী মহুয়া নুর কচি, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আকতার, স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডাঃ ওয়ালিউল ইসলাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা ও বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু বক্তব্য রাখেন। পরে পৌরসভার সেরা করদাতা ব্যাক্তি ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir