শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

পুলিশ কুস্তি ও বক্সিং চ্যাম্পিয়নশিপ-২০২৪: উভয় বিভাগে চ্যাম্পিয়ন ডিএমপি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শুক্রবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ পুলিশ কুস্তি ও বক্সিং চ্যাম্পিয়নশিপ-২০২৪-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্যের মাধ্যমে কুস্তি ও বক্সিং উভয় বিভাগেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কুস্তিতে রানারআপ হয় চট্টগ্রাম রেঞ্জ, আর বক্সিংয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি চূড়ান্ত প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) এবং বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স, কুস্তি, বক্সিং, শরীরচর্চা ও ভারোত্তোলন ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদ।

আইজিপি তার বক্তব্যে বলেন, “পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে পুলিশ সদস্যদের অনবদ্য অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের সফলতা আমাদের গর্বিত করে। কুস্তি ও বক্সিংয়ের মতো খেলা মানসিক দৃঢ়তা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর।”


তিনি পুলিশ ক্রীড়া ক্লাব ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পুলিশ ক্রীড়াবিদদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে মোট ৮৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir