রাজধানীর মিরপুরে বেড়েছে চাঁদাবাজদের উৎপাত। প্রতিদিনই মিরপুরের কোনো না কোনো জায়গায় প্রকাশ্যে ও নীরবে চলছে চাঁদাবাজি। এসব চাঁদাবাজদের গ্রেফতার করলে অনেক রাজনৈতিক নেতারা থানায় এসে পুলিশকে তদবির করেন।
তবে চাঁদাবাজির ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ। মিরপুর বিভাগের একজন এডিসি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাঁদাবাজির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চাঁদাবাজদের ব্যাপারে নেতারা তদবির করতে আসলে তাদেরও গ্রেফতার করা হবে।
শুক্রবার (১১ জুলাই) ফেসবুকে এমন একটি স্ট্যাটাস দেন মিরপুর বিভাগের পল্লবী ও দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া।
তিনি লিখেছেন, ঢাকার মিরপুর এলাকায় চাঁদাবাজদের ব্যাপারে যে নেতা তদবির করতে আসবেন তাকেসহ অ্যারেস্ট করব। সাবধান হয়ে যান, নাহলে হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেওয়া হবে। মাইনাস টলারেন্স।
এই স্ট্যাটাসের কমেন্টে পুলিশ কর্মকর্তার সঙ্গে একমত পোষণ করেন নেটিজেনরা।