সিরাজগঞ্জের এনায়েতপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে পৃথক পৃথকভাবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত আব্দুস সালাম, একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, মেরুন্নেসা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল ও এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে শ্রেণিভিত্তিক পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।