সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক রাতে দুইটি বাড়ির গোয়াল ঘর থেকে ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) ভোরে উপজেলার বক্ষ্রগাছা ইউনিয়নের কয়রা ও এলাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। চোরের দল কয়রা গ্রামের শফিকুল ইসলামের বাড়ি থেকে ৬টি এবং এলাঙ্গী গ্রামের আব্দুস সামাদের বাড়ি থেকে ৪টি গরু চুরি করেছে।
ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে গরুগুলো গোয়ালে রেখে আমরা ঘুমিয়ে পড়ি। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই গোয়ালের দরজা খোলা, দরজার তালা ভাঙ্গা। ভিতরে গিয়ে দেখি গোয়ালে গরু নেই। ধারনা করা হচ্ছে শনিবার ভোর ৩টা থেকে ৪টার মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুর মূল্য প্রায় ৮ লাখ টাকা।
অপরদিকে ভুক্তভোগী আব্দুস সামাদ বলেন, গোয়াল ঘরের তালা ভেঙ্গে শুক্রবার রাতের কোন এক সময় চোরেরা ৪টি গরু নিয়ে গেছে। শনিবার সকালে ঘুম থেকে উঠার পর আমরা বিষয়টি টের পেয়েছি।
রায়গঞ্জ থানার ওসি এস,এম মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে শনিবার দুপুরে দুইটি ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হওয়া গরুগুলো উদ্ধারে চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্থদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।