রাজধানীর বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. নূর আলম শেখ ওরফে নূরাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতার আসামিকে রিমান্ডে নিয়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তলও উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ।
সোমবার(১৩ জুলাই) সকালে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৮ জুলাই নূরাকে গ্রেপ্তারের পর তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ডে দেয়া তথ্য অনুযায়ী, গত ১৩ জুলাই রাত ৯টা ১৫ মিনিটে বাড্ডার পূর্ব আনন্দনগরের হাওলাদার বাড়ির পেছনে কংক্রিটের বস্তার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।
এর আগে, গত ৮ মে রাত ১১টার দিকে পূর্ব আনন্দনগরের ভূঁইয়াবাড়ি ২৬ কলোনি মোড়ে মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে আসামি নূরা ও তার সহযোগীরা আনোয়ারের পেটে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জুন দুপুর ১টা ৩৫ মিনিটে তিনি মারা যান।
ঘটনার পরদিন বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত নূরার বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।