সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক সুকান্ত সেনকে মরণোত্তর সম্মাননা জানিয়েছে যুগের কথা পরিবার। শুক্রবার বিকেলে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে দৈনিক যুগের কথা পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সুকান্ত সেন এর পরিবারের পক্ষ থেকে সাংবাদিক হিরক গুণ এর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের মূখ্য আলোচক মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদক অধ্যাপক হাসনা হেনা, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালানা করেন দৈনিক যুগের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেলাল উদ্দিন।