রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে অপহরণ, আটক ৪ এ সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন : আলী রীয়াজ চাঁদপুরে লেক থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার, ৭ সহপাঠী জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব : বিবিসি বাংলাকে সিইসি আবু সাঈদ হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো: ১২ আসামি ট্রাইব্যুনালে বাংলাদেশে দেড় লাখ মানুষকে আরব আমিরাত রাষ্ট্রদূতের সহায়তা ফিলিস্তিনপন্থী সংগঠনকে নিষিদ্ধের প্রতিবাদে যুক্তরাজ্যে বিক্ষোভ টেস্ট ক্রিকেটে ১০ বছর পর ঘটলো সেই বিরল ঘটনা টঙ্গীতে চার ছিনতাইকারী আটক, দুইজনকে গণধোলাই যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থার হুমকি ইউরোপীয় কমিশনের

দীর্ঘ প্রতিক্ষার পর তাড়াশ উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৬৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ১ আগস্ট, ২০২২, ৮:২২ পূর্বাহ্ন


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

গতকাল রোববার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ । এতে মোঃ ইকবাল হাসান রুবেল কে সভাপতি এবং সুলতান মাহমুদ কে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) করে ১১৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন তারা।


পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ২৬জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ৯ জন, সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন ১০ জন। এছাড়া বিষয়ভিত্তিক সকল সম্পাদক, সহ সম্পাদক, উপ-সম্পাদক সহ কার্যকরী সদস্যের নামও ঘোষণা করা হয়েছে।


এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত হয় তাড়াশ উপজেলা ছাত্রলীগের সম্মেলন। সম্মেলনের বেশ কিছু দিন পর ওই বছরেই সভাপতি সাধারণ সম্পাদক সহ মোট ১৪ সদস্য বিশিষ্ট অনুমোদন দেন জেলা ছাত্রলীগ। তবে বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের কারণ পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল বলেন, যোগ্য, ত্যাগী ও মেধাবীছাত্রদের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আশা করি সাংগঠনিক ভাবে তাড়াশ উপজেলা ছাত্রলীগ শক্তিশালী ও গতি শীল হবে।
তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ বলেন,জামাত-বিএনপি পরিবার মুক্ত এবং মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী পরিবারের ছাত্রদের কমিটিতে আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir