রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে অপহরণ, আটক ৪ এ সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন : আলী রীয়াজ চাঁদপুরে লেক থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার, ৭ সহপাঠী জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব : বিবিসি বাংলাকে সিইসি আবু সাঈদ হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো: ১২ আসামি ট্রাইব্যুনালে বাংলাদেশে দেড় লাখ মানুষকে আরব আমিরাত রাষ্ট্রদূতের সহায়তা ফিলিস্তিনপন্থী সংগঠনকে নিষিদ্ধের প্রতিবাদে যুক্তরাজ্যে বিক্ষোভ টেস্ট ক্রিকেটে ১০ বছর পর ঘটলো সেই বিরল ঘটনা টঙ্গীতে চার ছিনতাইকারী আটক, দুইজনকে গণধোলাই যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থার হুমকি ইউরোপীয় কমিশনের

রায়গঞ্জে আদম ব্যাপারীকে টাকা দিয়ে সর্বশান্ত হয়েছে ৫ পরিবার মামলা করায় হত্যার হুমাকি

রিপোর্টারের নাম / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ২:৪৯ অপরাহ্ন


রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে আদম ব্যাপারীর বিরুদ্ধে প্রতারনা মামলা করায় বাদীকে হত্যার হুমকী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রায়গঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন লিখিত অভিযোগ করেন,উপজেলার বেতুয়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ভুক্তভোগি মোঃ আব্দুল খালেক। বর্তমানে সে দেনার দায়ে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে মানবেতর জীবন যাপন করছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে আব্দুল খালেক জানান, উপজেলার আঁকড়া গ্রামের মৃত সাদেক হোসেনের ছেলে সিদ্দিক হোসেন (৫০) বিদেশে উচ্চ বেতনে চাকুরি দেবার কথা বলে গত ১১/০৩/২০২২ইং তারিখে তিন লক্ষ ৫০হাজার টাকা গ্রহন করে। পরবর্তিতে খালেককে সাপ্লাই ভিসার মাধ্যমে সৌদি আরবে পাঠিয়ে দেন। কিন্ত সেখানে গিয়ে দেখা যায় সাপ্লাই ভিসাটি ভুয়া। এ কারনে তিনি সেখানে মানবেতর জীবন যাপন করতে থাকেন। পরবর্তিতে পরিবারের নিকট থেকে টাকা নিয়ে গত ১৫/০৪/২০২২ইং তারিখে তিান দেশে ফিরে আসেন। বাড়িতে এসে গত ০৩/০৩/২০২৩ ইং তারিখে আদম ব্যাপারি সিদ্দিক হোসেনের বাড়িতে গিয়ে তার নিকট টাকা ফেরৎ চাওয়া হলে আদম ব্যাপারী তার উপর মারমুখি আচরন করে ও প্রাণনাশের হুমকী দেয়। এঘটনায় তিনি প্রতিকার চেয়ে গত ০৭/০৩/২০২৩ ইং তারিখে রায়গঞ্জ থানা আমলী আদালতে ৪০৬,৪২০ এবং ৫০৬(২) ধারায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকেই আদম ব্যাপারী সিদ্দিক হোসেন তাকে হুমকি দিতে থাকে। মামলা তুলে না নিলে প্রাণনাশেরও হুমকি দেয় অভিযুক্ত আদম ব্যাপারী সিদ্দিক হোসেন।

একই আদম ব্যাপারীকে টাকা দিয়ে সর্বশান্ত হয়েছেন অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলার বেতুয়া গ্রামের মৃত সোলায়মান আলীর পুত্র রাজু,রৌহা গ্রামের সালমান হোসন,বিলচন্ডি গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র সাইদুর রহমান, সদর উপজেলার পিপুল বাড়িয়া গ্রামের ফরিদুল ইসলাম ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগি ৫টি পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। তারা উপজেলা প্রশাসন ও রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir