আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় অতুল কুমার সরকার (৪০) নামে এক ব্যাটারি চালিত টমটম চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে নওগাঁ পৌরসভার নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের নলগড়া এলাকার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অতুল নওগাঁ পৌরসভার সুলতানাপুর মঠের ঘাট এলাকার অভয় চন্দ্রের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন অতুল। অনেক রাত হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধ্যান পাননি। তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। আজ সোমবার সকালে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের উত্তরপাশে একটি ইটভাটার খলা থেকে অতুলের লাশ ও ইজিবাইক পড়ে থাকতে দেখতে পায় ভাটার শ্রমিকেরা। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের নওগাঁ সদর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইকের ব্যাটারি ছিনতাই করার উদ্দেশ্যে তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।