নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কা লেগে শিপন হোসেন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর তরমুজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিপন কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, মাইক্রোবাসটি ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে যাত্রী নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর তরমুজ গেট এলাকায় পৌছালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী শিপন নিহত ও আরো তিনজন আহত হন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে মাইক্রোবাস ও ট্রাক জব্দ করা হয়েছে।