সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে শিশু কন্যাকে হত্যার পর বস্তাবন্দী করে পালাল সৎমা শিগগিরই ‘শক্তিশালী আন্দোলন’ শুরু হবে: নাহিদ টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা পুরান ঢাকায় সোহাগ হত্যা; আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: আনসার ডিজি আবারও সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান শুরু হতে পারে:স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে অভিযান চলবে-জেলা প্রশাসক নুসরাত সুলতানা  টাঙ্গাইলে ঘাটাইলের জোরদিগিতে মসজিদের নামে জমি দান করায় দানকারীর বিরুদ্ধে ৬টি মিথ্যা মামলা  বিএনপির বিরুদ্ধে  ষড়যন্ত্রের প্রতিবাদে  কাজিপুরে বিক্ষোভ মিশিল  

বড়াল নদী দখল করে পাকা ভবন নির্মাণ অবাধে

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা জনসাধারণের / ২৩২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৭:০৫ অপরাহ্ন



আব্দুস সালাম:

‘নদী বাঁচলে, বাঁচবে দেশ’- জাতীয় নদী রক্ষাকমিশনের জাতীয় স্লোগান হলেও থেমে নেই বড়াল নদীর অবৈধ দখল। পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদী দখল করে সরকারি কর্মকর্তার (ইউপি সচিব) চলছে গাইড ওয়াল নিমাণের কাজ। পাশেই তার নতুন ভবন নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টলটলি পাড়া এলাকায় বড়াল নদী দখল করে মোতাহার হোসেন নামের এক ইউনিয়ন পরিষদ সচিব এ নির্মাণ কাজ করছেন। তিনি পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত আছেন। মোতাহার হোসেন পার-ভাঙ্গুড়া ইউনিয়নের টলটলি পাড়ার স্থায়ী বাসিন্দা ও ওই মহল্লার মৃত. তোফাজ্জল হোসেন এর ছেলে।

সম্প্রতি স্থানীয়দের অভিযোগে সরেজমিন পার-ভাঙ্গুড়া ইউনিয়নের টলটলি পাড়া বড়াল নদী এলাকায় দেখা গেছে, বিএলবাড়ি ইউনিয়ন পরিষদ সচিব মোতাহার হোসেন নামের এক ব্যক্তি বড়াল নদী দখল করে গাইড ওয়াল নির্মাণ করছেন। পাশেই নতুন ভবন নির্মাণের কা প্রায় শেষের দিকে। নদীর পানি শুকিয়ে যাওয়ায় নদীর বেশ খানিকটা দখল করে কয়েকজন শ্রমিক রড় সিমেন্ট দিয়ে ভিত দিয়ে ৪টি পিলারের নিচের অংশ ঢালাইয়ে কাজ শেষ করে আবার উপরের অংশের কাজ করছেন। এর আগে নদীর কিছু অংশ মাটি ফেলে ভরাট করেছেন। নদী দখল করে ভবন নির্মাণের বিষয়ে গণমাধ্যম কর্মীদের সামনে কেউ মুখ খুলতে রাজি হন নি। নদী দখল করে ভবন নির্মাণ করছেন কেন? এমন প্রশ্নের উত্তরে নির্মাণকারিরা শ্রমিক বলে পরিচয় দিয়ে এ বিয়য়ে তারা কিছুই জানেন না। অথচ কিছুদিন পূর্বে ওই নদীর অপর পাড়ে উপজেলা প্রশাসনের দফায় দফায় নিষেধ অমন্য করে নদী দখল করে ভবন নির্মাণ করেছিলেন। তখন উপজেলা প্রশাসন নিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ভবন গুড়িয়ে দিয়েছিলেন । তার কিছুদিন পরেই তিনি একজন সরকারি কর্মচারী হয়ে কিভাবে নদী দখল করে ভবন নির্মাণ করছেন এমন প্রশ্ন স্থানীয় জনতার মুখে মুখে। সরকারি কর্মকর্তার নদী দখলের এমন কান্ডজ্ঞান দেখে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

বড়াল দখলের বিষয়ে বিএলবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব ও ভবনের মালিক মোতাহার হোসেন বলেন,‘আগে ইউএনও স্যারের নিষেধে কাজ কিছুদিন বন্ধ রেখেছিলাম, আবার শুরু করেছি। অনেকেই তো নদী দখল করেছে তাই আমিও নদী দখল করেছি। তাতে আপনাদের কি? আপনাদের যা করার তা করেন গিয়ে। আপনি একজন সচেতন মানুষ হয়ে কিভাবে নদী দখল করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি অসচেতন আপনাদের কোনো সমস্যা আছে ?

এ বিষয়ে চাটমোহর বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এসএম মিজানুর রহমান নদী দখল করে নির্মিত ভবন অতিদ্রুত ভেঙ্গে দিয়ে নদী দখল মুক্ত করে নদী দখলবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, নদী দখলের কারো সুযোগ নেই। অতিদ্রুত নদী দখল করে ভবন নির্মাণের অংশ ভেঙ্গে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir