আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুল আজাদ তারেক সরকারের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।
স্থানীয়রা জানান মঙ্গলবার (৩০ মে) রাত ৮ টার দিকে পৌর এলাকার সুবর্ণসারা স্কুল মাঠে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তারেক সরকারের উপরে সন্ত্রাসী কায়দায় বেধরক মারপিট করে। এ সময় স্কুল মাঠে উপস্থিত লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলকুচি স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফাট করা হয়।
আহত তারেক সরকারের ভাই মোবারক সরকার বলেন, আমার ভাই তারেক সরকার পৌরসভার নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই পরাজিত প্রার্থীর লোকজন বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছেন, তারা পূর্বপরিকল্পিত হত্যার উদ্দেশ্যে আজকে আমার ভাইয়ের উপরে এই সন্ত্রাসী হামলা চালায়। মারধরের নেতৃত্ব দেয়
মোতালেব সরকার, শাহাদাত হোসেন মুন্না, ইয়াসিন মন্ডল, আবু তালেব সরকার, হাকিম মন্ডল, অনিক সবুজ সহ ২০-৩০ জন ।
এ বিষয়ে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক
রেজা বলেন বেলকুচি উপজেলার আইন-শৃঙ্খলার অবনতি দিনদিন বেড়েই চলেছে।
আজকে আমাদের যে কাউন্সিলরের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে, এই সন্ত্রাসীরা গত ১৩ তারিখ দিনে দুপুরে থানার পাশে আওয়ামী লীগ নেতার ছেলে, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি শিপন আহমেদের উপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালায়, থানায় অভিযোগ দায়েরের পরেও তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
বেলকুচি থানার ওসি সাহেবের একপক্ষীয় আচরণের কারণে এই সন্ত্রাসীরা দিন দিন বিভিন্ন অপকর্মণ করেই চলছে। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এই সন্ত্রাসীদের বিচার চাই।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে