নওগাঁর রাণীনগরের বজ্রপাতে সামিউল ইসলাম (১০) ও রিফাত হোসেন (৩) নামের সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই এলাকার লাভলু ফকিরের বড় ছেলে সামিউল ইসলাম (১০) ও ছোট ছেলে রিফাত হোসেন (৩)।
বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সেলিম রেজা বলেন, দুই ভাই মিলে বৃষ্টির মধ্যে নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। এসময় আকস্মিক বজ্রপাতে তারা গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পরে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, সংবাদ পেয়ে উপজেলার পক্ষ থেকে ওই পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।
টিপিএন২৪/ হৃদয়