নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে বাবা-ছেলে হত্যা মামলার আরো ৫ আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার দুপুরে ৫ আসামী আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্নসমর্পন করে জামিনের আবেদন করেন। জামিন শুনানী শেষে বিচারক ফজলে খোদা মো: নাজির তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
এর আগে আসামীরা গত ৩০ মে হাইকোর্ট থেকে ৬ সাপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ রবিবার তারা আদালতে আত্মসমর্পন করে করে জামিনের আবেদন করেন।
আসামীরা হলেন, উল্লাপাড়া উপজেলার এলংজানী গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে মজনু মোল্লা (৪২), একই গ্রামের মৃত মিজান মোল্লার ছেলে ফারুক মোল্লা (৩৮), আলী আজগরের ছেলে রফিকুল হাসান (২২), কোরবান আলীর ছেলে শান্ত হোসেন (২৫) ও আব্দুস সোবহানের ছেলে সোহেল রানা (৩০)।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল উল্লাপাড়ায় উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড কৃষকলীগ নেতা জামাল উদ্দিন প্রামানিক নিহত হয়। এসময় নিহত জামাল উদ্দিন প্রামানিকের বাবা মসজিদের মোয়াজ্জিন মোশারফ প্রামানিক সহ অন্তত ১০ জন আহত হয়। গত ২৮ এপ্রিল বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জিন মোশারফ প্রামানিকের মৃত্যু হয়।
এঘটনায় নিহত মোয়াজ্জিন মোশারফ প্রামানিকের ছেলে ও মোহনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবলু হোসেন বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১৫ জনকে আসামী করে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আজ ৫ আসামীকে কারাগারে পাঠালো আদালত। এর আগে গত ৭ জুন ৪ আসামী ও ৪ জুলাই ২৩ আসামীকে কারাগারে পাঠায় আদালত। এনিয়ে এই মামলার মোট ৩৫ আসামীকে কারাগারে পাঠালো আদালত।