মিলন মাহমুদ, সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে এন.আর.কে অটো রাইস মিল লিমিটেডের তৃতীয় বর্ষপূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৪ জুলাই) বিকেলে উপজেলার জামির্তা ইউনিয়নের ডাউটিয়া বাজার সংলগ্ন এন.আর.কে অটো রাইস মিল লিমিটেডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় এন.আর.কে অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক কায়ছার হামিদের উপস্থাপনায় আলোচনা সভা, দোয়া মাহফিল শেষে কেক কাটা হয়।
মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম রাজু , ইউপি সদস্য ও এন.আর.কে অটো রাইস মিলের ম্যানেজার রিয়াদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন, বকুল আহমেদ প্রমুখ।
বক্তারা এন.আর.কে অটো রাইসমিলকে আরো সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন ।
এসময় বিভিন্ন এলাকার ব্যবসায়ীগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ এন,আর,কে অটো রাইস মিলের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।