নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের প্রাইভেটকার-সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে সোহরাব আলী (৭০) নামে এক বৃদ্ধা মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার আগে সিরাজগঞ্জ- নলকা আঞ্চলিক সড়কের দিয়ারবৈধ্যনাথ এলাকায় জেলা পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা সোহরাব আলী কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যার আগে সিরাজগঞ্জ- নলকা আঞ্চলিক সড়কের দিয়ারবৈধ্যনাথ এলাকায় জেলা পরিষদের সামনে প্রাইভেটকার-সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রী সোহরাব আলী গুরুত্বর আহত হয়। উদ্ধার পর সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মরদেহটি উদ্ধারের পর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি আরো জানান, দূর্ঘটনা কবলিত কারটি থানা হেফাজতে রয়েছে। তবে সিএনজি চালিত অটোরিক্সা পালিয়ে গেছে।