নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ‘অগ্নিসন্ত্রাসের’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। এ উপলক্ষে রবিবার বিকেলে সলঙ্গা থানা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে সলঙ্গা ভুষালহাটায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সাংগঠনিক সম্পাদক ও সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার,থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ প্রমুখ।
এসময় সলঙ্গা থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ফণি ভূষন পোদ্দার ,সলঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফি কামাল শফি,সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু,সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চুসহ থানা,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।