নিজস্ব প্রতিবেদক :
আবারও জাতীয় পর্যায়ে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করলেন ক্ষুদে সিরাজগঞ্জের ক্ষুদে শিল্পী উষসী সূত্রধর মিথিলা।
সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্বাবধানে আয়োজিত জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোকসঙ্গীত ও জাতির পিতা বঙ্গবন্ধুকে গান গেয়ে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেন।
গত ৩১ জুলাই শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উষসী সূত্রধর মিথিলাকে ৬০ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব সালাউদ্দিন আহম্মেদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ নিয়ে ২০২২ ও ২০২৩ সালে জাতীয়ভাবে অনুষ্ঠিত মোট চারটি প্রতিযোগীতায় প্রথম হয়েছে উষসী সূত্রধর মিথিলা। মিথিলা বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি উত্তম কুমার সূত্রধরের মেয়ে। সে সিরাজগঞ্জের অরুণিমা সঙ্গীতালয়ের শিক্ষার্থী হিসেবে সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার সূর্য বারীর কাছে সঙ্গীতে তালিম নিচ্ছে। বঙ্গবন্ধুকে নিয়ে সূর্য বারীর নিজের লেখা ও সুর করা “ আয় খোকা ফিরে আয় ঘরে” গান গেয়েই মিথিলা দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করে।
মিথিলার এমন সাফল্যে শিল্পী সূর্য বারী, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।