নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের বেলকুচিতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে বেলকুচি অডিটরিয়ামে ইউএনও আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, সহকারী কমিশনার ভুমি শিবানী সরকার, থানার ওসি খায়রুল বাশার, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেলখোশ আলী প্রাং ও বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জিএস সেলিম সরকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে শহীদ শেখ কামালের প্রতিকৃতিত্বে পূষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জাতির পিতা এদেশে স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন। সেই সংগ্রামের পথ ধরেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর জাতির পিতা এদেশের খেলাধুলার উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছিলেন। ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন শেখ কামাল। তিনি সব সময় খেলাধুলা, সাংস্কৃতিক চর্চায় অগ্রণী ভূমিকা রাখত।