সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর গ্রেফতার কর্মচারী হত্যায় হাজী সেলিমসহ ৩ জনকে গ্রেফতার দেখানো হলো ১৫ বছরে টাকায় ধস ৬৭ টাকার ডলার ছাড়ায় ১২০ টাকা প্রধান উপদেষ্টা নিয়ে বিতর্কিত পোস্ট, ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিক নির্যাতন বন্ধ হয় না, হবেও না… নওগাঁয় পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিতে স্বাক্ষর জাল, দুদকে অভিযোগ সারিয়াকান্দিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত  সিরাজগঞ্জের কাজিপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুরু   কাজিপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  কাজিপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী শিক্ষকদের সন্মাননা প্রদান

দুর্নীতি কাউকে করতে দেবো না-রংপুরের জেলা প্রশাসক

রিপোর্টারের নাম / ৩৮৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে



নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরের সদ্য যোগদানকারী জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেছেন, দুর্নীতি নিজে করবো না কাউকে করতেও দেবো না। শতভাগ সততা আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো। ৬ আগষ্ট রোববার দুপুরে জেলা প্রশাসক তার সম্মেলন কক্ষে রংপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আমার কার্যালয়ে কিছু কিছু অনিয়মের খবর পেয়েছি। ইতোমধ্যে বিভাগীয় কমিশনার দুই জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকরা যখন আমার সঙ্গে কথা বলতে আসবেন- আমার দরজা খোলা থাকবে। সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখা এবং ওয়ান স্টপ সেন্টারে অনিয়ম দুর্নীতির অভিযোগ করে বলেন, সেখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হয়। অতিরিক্ত জেলা প্রশাসক পদ মর্যাদাসহ অন্যান্য কর্মকর্তারা নিজেদের প্রভু ভাবেন।’ বিষয়টি দূর করার আহ্বান জানান সাংবাদিকরা।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ডিসি বলেন, কেউ দুর্নীতি করে আশ্রয়-প্রশ্রয় পাবে না। যারা দুর্নীতি করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যাতে সেবা নিতে এসে হয়রানির শিকার না হয় সেটিও দেখা হবে। আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না।

রংপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী শ্যামাসুন্দরী খাল সম্পূর্ণ দখলমুক্ত করে উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে জেলা প্রশাসক বলেন রংপুর মহানগরের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ও নিষ্কাশন ব্যবস্থাপনায় শ্যামাসুন্দরী খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্যামাসুন্দরী খালের আধুনিকায়নে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের নিয়ে কাজ করা হবে। রংপুরের উন্নয়নের জন্য সবার পরামর্শ ও সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণের জন্য কাজ চলমান রয়েছে। ধাপে ধাপে জেলার ভূমিহীন ও গৃহহীন মানুষের তালিকা করে পর্যায়ক্রমে তাদেরকে সরকারি আশ্রয়ণ প্রকল্পে জমিসহ ঘর দেওয়া হবে।

জেলা প্রশাসক দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে দেশের জন্য, রংপুরের জন্য পেশাগত দায়িত্ব পালনেরও অঙ্গিকার ব্যক্ত করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir