কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আগামী ৯ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২০২৩-২০২৪ অর্থ বছরে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে কাজিপুরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে প্রশাসনের আয়োজনে প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি টি এম কামাল প্রমুখ। এসময় উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে ইউএনও সুখময় সরকার জানান, , আগামী ৯ আগষ্ট ২০২৩ (বুধবার) সকাল দশটায় ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) নির্মিত ঘরসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। সারা বাংলাদেশে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ২২৩৩৪ টি ঘর শুভ উদ্বোধন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ৩ টি উপজেলায় সংযুক্ত হবেন।
আগামী ৯ আগস্ট উপজেলা পরিষদের অডিটোরিয়াম- এ শুভ উদ্বোধন উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। তিনি আরও উল্লেখ করেন,
সিরাজগঞ্জে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ৫ টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষিত হবে। (সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, বেলকুচি, তাড়াশ, শাহাজাদপুর)। কাজিপুর উপজেলায় ইতিমধ্যে মুজিব বর্ষের ১ম পর্যায়ে ৫৫ টি, ২য় পর্যায়ে ৩৫ টি, ৩য় পর্যায়ে ১১ টি ও ৪র্থ পর্যায়ের ৩০ টি সর্বমোট ২৩২ টি এবং সিন্দুর আটা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ১৪০ টি সর্বমোট ৩৭২ টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ২২ মার্চ ২০২৩ ইং তারিখে কাজিপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন।