রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

এবার পরীমণি-বুবলীর ‘খেলা হবে’

রিপোর্টারের নাম / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ন

বিনোদন ডেস্ক:
শবনম বুবলী ও পরীমনিকে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখতে যাচ্ছেন দর্শকরা। ‘খেলা হবে’ নামের নতুন একটি সিনেমায় অভিনয় করবেন তারা। টিএম ফিল্মসের ব্যানারে ছবিটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু।

এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করবেন মুশফিকুর রহমান। এ ছাড়াও আছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু সহ অনেকে।

গত ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠানটির পেজে জানানো হয়, তানিম রহমান অংশু একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

আগামী অক্টোবরে ছবিটির শুটিং হওয়ার কথা আছে ভারতে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অনুমতিও মিলেছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করতে হবে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত পরীমণি কিংবা বুবলীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir