কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
কাজিপুরে প্রাথমিক বিদ্যালয়কে স্মার্ট করে গড়ে তোলার লক্ষ্যে শ্রেণিকক্ষে ডিজিটাল কনটেন্ট তৈরি ও ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদানে উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।২৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব ও চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান .আতিকুর রহমান মুকুলের উদ্যোগে উপজেলা মেঘাই বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা পারভীন এবং শিমুল দাইড় দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু শামার হাতে ল্যাপটপ তুলে দেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।
উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম , কাজিপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, চালিতাডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার,শিক্ষা অফিসার হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তাবৃন্দ।