রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে রাভিনার বিস্ফোরক মন্তব্য

রিপোর্টারের নাম / ৩৪৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৩০ অপরাহ্ন

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন নব্বই দশকের শুরুতে চলচ্চিত্রে পা রাখেন। তিনি এরই মধ্যে জীবনের ৪৮টি বসন্ত পার করে এসেছেন। তবে বয়স তার চেহারায় ছাপ ফেলতে পারেনি মোটেই। রাবিনার ফিটনেস এবং সৌন্দর্যের রহস্য জেনে অবাক না হয়ে উপায় নেই। রাবিনা বেশ কয়েক বছর বিরতির পর সম্প্রতি ওটিটিতে ফিরেছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের সুদীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন প্রসঙ্গে নিয়ে কথা বলেছেন নায়িকা। একবার তার ঠোঁটে এক অভিনেতার ঠোঁট স্পর্শ করায় দারুণ অস্বস্তিতে পড়েছিলেন রাভিনা। নাম প্রকাশ না করলেও সেই অভিনেতার সঙ্গে এমন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার অভিজ্ঞতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
লেহরেন রেট্রো-কে দেওয়া সাক্ষাৎকারে ঘটনার বর্ণনা দিয়ে রাভিনা বলেন, ‘এক অভিনেতার সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করছিলাম। অপ্রত্যাশিতভাবে তার ঠোঁট আমার ঠোঁটে লেগেছিল। যদিও দৃশ্যটিতে তা প্রয়োজন ছিল না। আমার বমি আসছিল, তারপর আমি আমার রুমে চলে যাই। কারণ আমি অস্বস্তি বোধ করছিলাম; এটি মেনে নিতে পারছিলাম না।’

উল্লেখ্য, বলিউডের অন্দরমহলে যাদের যাতায়াত- তাদের সূত্রে জানা গেছে, অক্ষয় এবং রবিনার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছুদিন ধরে সেই সম্পর্ক চলার পরে, তারা বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু প্রেম শেষ পর্যন্ত বিয়ের দিকে এগোয়নি। কোনো এক কারণে সেই প্রেম ভেঙে যায়। অনেকে বলেন, এর পিছনে কারণ ছিলেন শিল্পা শেঠি। সূত্র : ইন্ডিয়া টুডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir