রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

দুইটি আসনে মনোনয়ন চাইবেন মাহিয়া মাহি

রিপোর্টারের নাম / ৩০২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ৭:১৪ অপরাহ্ন


অনলাইন প্রতিবেদক


ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি গত ২৮ মার্চ মা হয়েছেন। এরইমধ্যে মাতৃত্বকালীন অবকাশও কাটিয়ে ফেলেছেন। সবকিছু ঠিক থাকলে শুটিংয়ে ফিরবেন ৮ অক্টোবর থেকে। সেই সঙ্গে রাজনীতিতেও সক্রিয় হচ্ছেন এই অভিনেত্রী। প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের জন্যও। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ দুইটি আসনে মনোনয়ন চাইবেন বলে মাহি নিজেই জানালেন।

যতদিন বাঁচব আওয়ামী লীগ থেকেই মনোনয়ন চাইব উল্লেখ করে বাংলাদেশ প্রতিদিনকে মাহিয়া মাহি বলেন, এবার চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ দুইটি আসনে মনোনয়ন চাইব। আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে। দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন, সেখান থেকেই নির্বাচন করতে চাই। দুই এলাকায়ই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।
মাহি আরও বলেন, এখন ছেলে ফারিশকেই সময় দিচ্ছি বেশি। তা ছাড়া প্রতি সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী যেতে হচ্ছে। কোনো না কোনো মিছিল, মিটিং তো আছেই। সেই সঙ্গে ব্যবসাটাও দেখতে হচ্ছে। ফলে হাতে অনেক প্রস্তাব এলেও গ্রহণ করতে পারছি না। জাতীয় সংসদ নির্বাচনের পর পুরোদমে শুটিংয়ে ফেরার ইচ্ছা আছে। তখন ফারিশও একটু বড় হবে। মা ছাড়া থাকতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir