নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ ক্যাপ্টেন এম.মনসুর আলীর বড় নাতি ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত ড.মোহাম্মদ সেলিম এমপির ছেলে সংসদ সদস্য প্রার্থী শেহেরিন সেলিম রিপন বলেছেন, বঙ্গবন্ধু আদর্শ বুকে লালন করে শেখ হাসিনার নেতৃত্বে সিরাজগঞ্জবাসীর উন্নয়নে কাজ করে যাবো।
বেকার সমস্যা নিরসনে কর্মসংস্থান সৃষ্টি, নদী ভাঙ্গনরোধে ব্যবস্থা গ্রহন, তাঁত শিল্পকে রক্ষাসহ সিরাজগঞ্জ ও কাজিপুরের চরাঞ্চলবাসীর বাসীর ভাগ্যোন্নয়নে উন্নয়নমুলক প্রকল্প গ্রহন এবং বাস্তবায়ণ করা হবে। সাংবাদিকদের সাথে আলাপকালে শেহেরিন সেলিম রিপন এসব কথা বলেন।
তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করলে সিরাজগঞ্জসহ কাজিপুর উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, সিরাজগঞ্জ ওকাজিপুরে সরকারের উন্নয়নমুলক লিফলেট প্রচারনাকালে দলের ও সাধারন মানুষের ব্যাপক সাড়া পেয়েছি।
তারা উন্নয়নের সাথে থাকতে চায়। যিনি লোভ-লালসবার উর্দ্ধে থেকে নি:স্বার্থভাবে উন্নয়ন কাজ করবেন এমন ব্যক্তিকেই সাধারন মানুষ সংসদ সদস্য হিসেবে পেতে চায়।
তিনি আরো বনেণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, শিক্ষার ভালো পরিবেশ তৈরি হয়, খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়, মানুষের অভাব থাকে না ও গৃহহীনদের গৃহ দেওয়া হয়। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে চলমান উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে। উন্নয়নের বাকি কাজ সম্পন্ন করতে হলে মুক্তিযুদ্ধ-চেতনা বিরোধীদের রুখে দিয়ে জনগণকে আগামী নির্বাচনে নৌকাকে আবার বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হবে।
অন্যদিকে গনসংযোগকালে সাধারন মানুষের সাথে কথা বললে, তাদের মতে ক্যাপ্টেন এম. মনসুর আলী যেমন দেশ ও মানুষের জন্য কাজ করেছেন। বঙ্গবন্ধুর সাথে বিশ্বাসঘাতকা করেনি। মনসুর আলীর ছেলে ড.মোহাম্মদ সেলিমও এমপি হয়ে নিরংহকারভাবে মানুষের সাথে মিশেছেন, মানুষের জন্য কাজ করে গেছেন। আমাদের দৃঢ়বিশ্বাস, ক্যাপ্টেন মনসুর আলীর নাতি সংসদ সদস্য পদে মনোনয়ন পেলে তিনিও বাপ ও দাদার মতো সিরাজগঞ্জ ও কাজিপুর বাসীর জন্য সততার সাথে কাজ করে যাবেন।