রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চারঘাট ও বাঘার পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জল কাজিপুর পুজা মণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জয়পুরহাটে অতিরিক্ত জেলা জজ-১ম আদালতের রেকর্ড থেকে রায় আদেশ গায়েব “ চারঘাট প্রেসক্লাব সদস্যদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা আইসিটি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবের সিরাজগঞ্জে পুজামন্ডপ পরিদর্শন ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আ হ মুহাম্মদ খোকনের জন্মদিন পালন ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, চিন্তায় জেলেরা ‘আমাকে এখন পর্যন্ত কেউ দেখতে আসেনি, কারণ পরিবারে কেউ নেই’ শেষ মুহূর্তে ইলিশ কিনতে ক্রেতাদের লাইন, কেজি ২৭০০ টাকা বিয়ে করেছেন সমন্বয়ক হাসনাত, ফেসবুকে জানালেন সারজিস

সিরাজগঞ্জের উন্নয়নই আমার লক্ষ্য- শেহেরিন সেলিম রিপন

রিপোর্টারের নাম / ৪৫৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ৪:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর বড় নাতি সংসদ সদস্য প্রার্থী শেহেরিন সেলিম রিপন বলেছেন, সিরাজগঞ্জের উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য হবে। সিরাজগঞ্জকে নদী ভাঙ্গন থেকে স্থায়ীভাবে রক্ষায় প্রকল্প গ্রহনসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ হিসেবে গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা এবং সিরাজগঞ্জের ব্রান্ড তাঁতশিল্পকে রক্ষায় বাস্তবমুখী পদক্ষেপ গ্রহন করা হবে। এছাড়াও সিরাজগঞ্জ ও কাজিপুরসহ চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ চরাঞ্চলবাসীর ভাগ্যোন্নয়নে টেকসই প্রকল্প গ্রহন নেয়া হবে। সিরাজগঞ্জকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। অবহেলিত গ্রামাঞ্চলের রাস্তাঘাট উন্নয়ন করা হবে। সর্বোপরি সিরাজগঞ্জের উন্নয়নসহ সিরাজগঞ্জের মানুষের ভাগোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো। সাংবাদিকদের সাথে সিরাজগঞ্জের উন্নয়ন ভাবনা নিয়ে প্রতিক্রিয়া তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন দেশ এবং বিদ্যুতের উন্নয়ন নিয়ে কোনো চিন্তা করেনি। কিন্তু আওয়ামলীগ সরকার দেশের উন্নয়নের বিপ্লব ঘটিয়েছে। বিদ্যুতের ব্যাপক উন্নয়ন করেছে। শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে।
সিরাজগঞ্জের উন্নয়ন চিত্র তুলে ধরে সাধারর মানুষের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিরাজগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শহরের শিয়ালকোলে ৫শ শয্যা বিশিষ্ট শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল নির্মান করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মান করা হচ্ছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ও বেকার সমস্যা দুরীকরনে শিল্পপার্ক ও ইকোনোমিক জোন নির্মান হচ্ছে। সিরাজগঞ্জের সকল রাস্তঘাট ও মহাসড়কে যেন যানযট না হয় সে জন্য ফোরলেন মহাসড়ক নির্মান করা হচ্ছে।


তিনি বলেন, শেখ হাসিনার কারনেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশ জঙ্গি মুক্ত হয়েছে। তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করার আহবান জানান।


বঙ্গবন্ধুর ও চার নেতার আদর্শ বাস্তবায়নই একমাত্র উদ্দেশ্যে উল্লেখ করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য প্রায়ত ড.মোহাম্মদ সেলিম এমপির ছেলে শেহেরিন সেলিম বলেন, একজন পার্লামেন্ট সদস্যই মানুষের দু:খ-কষ্ট অনুধাবন করে মানুষের স্বার্থের বিষয়গুলো পার্লামেন্টে উপস্থাপন করে সরকারের মাধ্যমে তা বাস্তবায়ন করতে পারেন। আমি সে লক্ষ্য নিয়ে আমি মাঠে রয়েছি। আগামী দ্বাদশ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে জয়ী করতে নিরলসভাবে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir